
গত ৫ দিন ধরে পদ্মা নদীর পানি বাড়তে থাকায় নদীর তীরবর্তী শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলার ৩০ গ্রামে বর্নার পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে বাড়ী-ঘর।
শনিবার জোয়ারের সময় পদ্মার পানি সুরেশ্বর পয়েন্টে বিপদ সীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জাজিরা উপজেলার পাইনপাড়া, ছৈয়াল কান্দি, দুর্গার হাট, আকন কান্দি সহ ১৭ গ্রাম প্লাবিত হয়েছে।
অপর দিকে নড়িয়া পৌর এলাকার বিভিন্ন গ্রাম সহ ১৩ গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। আমাদের নড়িয়া প্রতিনিধি জানান, নড়িয়া পৌর শহরের বারঐপাড়া, ঢালীপাড়া, সুরেশ্বর, কেদারপুর সহ বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে।
জাজিরা উপজেলার পাইনপাড়া এলাকার অধিকাংশ মানুষ তাদের বাড়ী ঘরে তালা ঝুলিয়ে নিরাপদ উচু স্থানে আশ্রয় নিলেও বেশ কয়েকটি পরিবার এখনো ঘরের ভিতর মাচা তৈরী করে বসবাস করছে। তারা পরিবহনের অভাবে নিরাপদ স্থানে যেতে পারছেন না বলে জানান। এদিকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যেকোন সময় বন্যার পানিতে শরীয়তপুর-ঢাকা সড়ক প্লাবিত হওয়ার আশংকা প্রকাশ করছে এলাকাবাসী।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।