
শরীয়তপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক শিকদার করোনা পরিস্থিতি মোকাবেলায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় তিনি ৭ হাজার মানুষের মাঝে নগদ ১, হাজার করে টাকা, দুই হাজার মানুষের মাঝে চাল, তেল, সেমাই, চিনিসহ ঈদ সামগ্রী ও দুই হাজার মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন। উদ্বোধন শেষে তার কর্মীদের মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়ার ঘোষণা দেন তিনি।এ
জেলা প্রশাসক কাজী আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক আবেদা আফসারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ, ইপি চেয়ারম্যান বিপল্প শিকদার ও ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।