বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

শরীয়তপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি। ছবি-দৈনিক হুংকার।

স্মার্ট ভূমিসেবা নিশ্চিত করতে শরীয়তপুরে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে ২২ মে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ আম্রকাননে ফিতা কেটে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গাজী শরিফুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শামিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলার প্রতিটি উপজেলায় ও প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসেই এই মেলার আয়োজন করা হয়েছে। সেখান থেকে সেবাগ্রহীতাগণ সকল প্রকার সেবা পেয়ে থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী সারাদেশে ২২ থেকে ২৮ মে পর্যন্ত ভূমিসেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মানুষের মাঝে যে সেব প্রদান করে থাকি তার মধ্যে বেশী জরুরী ও প্রয়োজনীয় সেবা হচ্ছে ভূমিসেবা। পদ্ধতিগত সমস্যার কারণে মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হয়। তাই সরকার এই সেক্টরে বেশী গুরুত্ব দিয়েছে। তাই ভূমি সম্পর্কিত সকল সেবাই ডিজিটালাইজ করা হয়েছে। যাতে মানুষ অল্প সময়ে ও হয়রাণীমুক্ত ভাবে সেবা গ্রহণ করতে পারে সেই জন্যই ভূমি সপ্তাহের আয়োজন করেছে। সকল ভূমি সংক্রান্ত কার্যক্রম থাকবে ক্যাশলেস সেই দিকে সরকারের প্রক্রিয়া অগ্রসর হচ্ছে। ভূমি অফিসে কোন আর্থিক লেনদেন থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।