বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত

শরীয়তপুরে মেডিটেশনে অংশগ্রহণকারীগণ। ছবি-দৈনিক হুংকার।

“ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত হয়েছে।
ভোর ৬টায় শরীয়তপুর জেলা শিল্পকলা মাঠে সমবেত হয়ে ধ্যানীরা ধ্যানমগ্ন হয়ে মেডিটেশনে অংশগ্রহণ করেন। উপস্থিতগণ আশাবাদ ব্যক্ত করেন, মেডিটেশন চর্চার ভেতর দিয়ে সুস্থতা ও প্রশান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দেয়ার মাধ্যমে আমাদের দেশ একদিন রূপান্তরিত হয়ে উঠবে সুস্থ’ সবল কর্মদ্যোমী ও সমমর্মী এক জাতিতে।
এরই ধারাবাহিকতায় কোয়ান্টাম ফাউন্ডেশন শরীয়তপুর সেন্টারের উদ্যোগে বিভিন্ন উন্মুক্ত স্থানে আয়োজন করা হয় মেডিটেশন দিবস উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রম। এতে অংশ নেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিনীসহ নানা পেশার নানান বয়সী মানুষ। ভোর ৬টায় মেডিটেশন দিবসকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর প্রাণায়াম, উজ্জীবন, আলোচনা আর মেডিটেশন। আমাদের দেশে দিন দিন বাড়ছে মেডিটেশনের জনপ্রিয়তা।
দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বহুদিন ধরেই মেডিটেশনের ওপর গুরুত্বারোপ করছেন। পরিপূর্ণ সুস্থতার জন্যে বিদ্যমান চিকিৎসার পাশাপাশি প্রয়োজন মেডিটেশন এবং প্রেসক্রিপশনে নিয়মিত মেডিটেশনে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি যোগ-মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে অন্তর্ভূক্ত করেছে। এ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন দেশের সর্বস্তরের চিকিৎসক মহল। রবিবার (২১ মে) প্রথম বারের মতো শরীয়তপুরে বিশ্ব মেডিটেশন দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।