বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

আগামী শনিবার সোনার বাংলা এভিনিউর কাজের শুভ উদ্বোধন

সোনার বাংলা এভিনিউর উদ্বোধন স্থল পরিদর্শন করছেন ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবির। ইনসেটে উদ্বোধক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ‘জয়বাংলা এভিনিউর’ আদলে সোনার বাংলা এভিনিউর নির্মাণ কাজের শুভ উদ্বোধন হবে শনিবার ২৭ মে। কাজের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের পানি সম্পাদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। এসময় পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। রবিবার (২১ মে) ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া স্টেশন বাজারে উদ্বোধনস্থল পরির্দশন করেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির। এ সময় তার সাথে ছিলেন স্বাগতিক ইউনিয়ন পরিষদ চেযারম্যান আলহাজ্ব ইউনুস মোল্যা, সখিপুর থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান মানিক সরদার, কাচিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল আামীন দেওয়ানসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন বলেন, ৫৫৫ কোটি টাকা ব্যয়ে নড়িয়া উপজেলার সুরেশ্বরের চরমোহন থেকে ভেদরগঞ্জ উপজেলার চরভাগা হয়ে উত্তর তারাবুনিয়া পর্যন্ত পদ্মার ভাঙ্গন কবলিত ৫.৮ কিলো মিটান দীর্ঘ ডান তীর সংরক্ষণ প্রকল্প নামে এ কাজটি মাননীয় উপমন্ত্রী উদ্বোধন করবে।
উদ্বোধনস্থল পরির্দশন করতে এসে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন করিব মোল্যা বলেন, বহুল প্রতিক্ষিত সুরেশ্বর পয়েন্টের চরমোহন থেকে চরভাগা হয়ে উত্তর তারাবুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন হবে আগামী ২৭ মে। কাজটির শুভ উদ্বোধন করবেন আমাদের আশার বাতিঘর, নড়িয়া-সখিপুরের গণ মানুষের নেতা মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী জননেতা একেএম এনামুল হক শামীম এমপি।
তিনি আরো বলেন, আপনারা দেখেছেন, নড়িয়ার ৫০ বছরের ভাঙ্গন কবলিত এলাকা পদ্মার দক্ষিণ পাড় ‘জয়বাংলা এভিনিউ’। বর্তমান সরকারের উদ্যোগে ভাঙ্গন রোধ হওয়ায় জাতীয় স্লোগানের সঙ্গে মিল রেখে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে নামকরণ করা হয়েছে ‘জয়বাংলা এভিনিউ’। তারই আদলে আমাদের এ এলাকার এভিনিউর নাম করণ করা হয়েছে সোলার বাংলা এভিনিউ।
শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবীব জানান, শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের আওতায় নদীতে ৫ দশমিক ৮ কিলোমিটার সংরক্ষণ কাজ শুরুর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা তার অবসান হবে আগামী শনিবার।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।