
চাকুরি জাতীয়করণের দাবীতে শরীয়তপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আওতাধীন-বাশিস, বাকশিস ও মাদরাসা শিক্ষক সমিতির সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় জেলা শহরের ড্রিমল্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও শরীয়তপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবায়ক অধ্যাপক আবদুল হক। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কো-চেয়ারম্যান মাওলানা মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সদস্য হাওলাদার আবুল কালাম আজাদ। সোনামনি কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ রুহুল আমিন মুন্সির সঞ্চালনায় সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন বে-সরকারী স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন থেকে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, একদফা দাবী নিয়ে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের জাতীয়করণের আওতায় আনতে হবে। নয়তো আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমাদের ১ হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। বাংলাদেশের কোথাও ১ হাজার টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় না। চিকিৎসা ভাতা দেওয়া হয় ৫০০ টাকা। এছাড়াও মাসের শুরুতে আমাদের বেতন প্রদান করা হয় না। আমরা মানুষ গড়ার কারিগর হয়েও মানবেতর জীবনযাপন করছি।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।