
শরীয়তপুরের গোসাইরহাটের দাশেরজঙ্গল বাজার থেকে তিন গরুচোর গ্রেফতার ও চুরি যাওয়া চারটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১২ মে) গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল বাজার থেকে চারটি চোরাই গরু ও গরুচোর চক্রের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকার গোয়াল ঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা গরু চুরি করে নিয়া যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে গরুর মালিক মিলন মিয়া হাওলাদার বাদী হয়ে গোসাইরহাট থানায় অভিযোগ দায়ের করলে গোসাইরহাট থানা পুলিশ চোরাইকৃত গরু উদ্ধারের জন্য বিশেষ টিম গঠন করে তাদেরকে আটক করে।
গরুচুরির সাথে সম্পৃক্ত থাকায় হযরত আলী মোল্লা (২৭), নাজিম উদ্দিন মোল্লা (১৯), মহি মোল্লা (৩২), সর্ব পিতা. ওসমান মোল্লা, ওসমান মোল্লা (৫৫), পিতাঃ মৃত ছিডু মোল্লা, সর্ব সাং পূর্ব কোদালপুর পারেকের চর, জসিম মোতাইত (৫০), পিতা নুর মোহাম্মদ মোতাইত, সাং পশ্চিম বিশকাটালী, দুদু মিয়া হাওলাদার (৩৫), পিতা মৃত খালেক হাওলাদার, সাং চর মাইজারী, খোকন কাজি (৪২) পিতা মৃত সোবহান কাজি,সাং দিসকুল, শিধলকুড়া, ডামুড্যা, আজাহারুল মালত (৪৫), পিতা সুলতান মালত, আবুল কাশেম বেপারি(৪৭), পিতা মৃত আব্দুল হক বেপারী, উভয় চর বাহের চর নীল কমল, হাইমচর, চাঁদপুর জেলা। চোরাই গরু বিক্রির সময় তাদের মধ্যে তিন জনকে আটক করেন।
পরে তাদের দেওয়া তথ্যমতে গোসাইরহাট থানার অন্তর্গত গোসাইরহাট থানাধীন দাশেরজঙ্গল গো-হাট থেকে বাদীর চুরি যাওয়া চারটি গরু উদ্ধার করা হয়। চুরি যাওয়া চারটি গরু উদ্ধার হওয়ায় কৃষক মিলন মিয়া হাওলাদার আনন্দে আত্মহারা। তিনি গোসাইরহাট থানা পুলিশের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোসাইরহাট থানার এস আই তানভীর আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নিদর্শে দাশেরজঙ্গল গো-হাটে এ সফল অভিযান চালান তিনি ।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, গরুচুরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন গরুচোর সহ চারটি গরু উদ্ধার করেছি। উদ্বারকৃত গরু প্রকৃত মালিকের কাছে হস্তান্তর পূর্বক গরুচোরদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।