বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

গোসাইরহাটে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপজেলা প্রশাসনের আগাম প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির। ছবি-দৈনিক হুংকার।

বঙ্গোপসাগরে উদ্ভব নিম্নচাপ হতে সৃষ্ট ঘূর্ণিঝড় (মোখা) আগামী ১২, ১৩ মে এর মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। যে কোন দূর্যোগ এলেই অনেক জেলার উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। ফলে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা প্রশাসন।
ইতিমধ্যে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি, কোদালপুর ও আলাওলপুর এই তিনটি ইউনিয়নে আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পূর্ব মূহুর্ত্বে উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে আনতে উপকূলীয় নদ-নদীতে নৌকা, ট্রলাসহ অন্যান্য যানবাহন প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আসার জন্য আগে থেকেই করা হবে মাইকিং। বার্তা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোর জনপ্রতিনিধিদেরকে। প্রস্তুত থাকতে বলা হয়েছে স্বেচ্ছাসেবকদেরও।
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় বুধবার (১০ মে) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী কাজী রমজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রেডক্রিসেন্ট ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, এখনো কোন দূর্যোগের পূর্বাভাস আমরা পাইনি। ক্রমশ বাড়ছে ‘মোখা’ নিয়ে আতঙ্ক। জারি হয়েছে সতর্কতা। আগামী কয়েক দিনের মধ্যেই আগাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’।
তারা আরো বলেন, উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আসার জন্য আগে থেকেই করা হবে মাইকিং। বার্তা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ গুলোর জনপ্রতিনিধিদেরকে। প্রস্তুত থাকতে বলা হয়েছে স্বেচ্ছাসেবকদেরও।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, এদিকে ‘মোখা’ মোকাবিলায় গোসাইরহাট উপজেলায় আশ্রয়কেন্দ্রসহ প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে মোট ৪৯টি। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৭ হাজার লোক আশ্রয় নিতে পারবেন। এছাড়া প্রাথমিক পর্যায়ে শুকনা খাবার, চাল ও নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।