
পাঁচটি জেলার ১৫০ কিলোমিটার পথ হেঁটে ভ্রমণের জন্য বেড়িয়েছেন শরীয়তপুরের তিন তরুণ। গত বুধবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁদের যাত্রা শুরু হয়।
ভ্রমণে বের হওয়া ওই তিন তরুণ শরীয়তপুর জেলা রোভার স্কাউটের সদস্য। ভ্রমণের সময় তাঁরা বিভিন্ন জায়গায় মাদকের কুফল, বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা ও বিদ্যুতের অপচয় রোধে মানুষকে সচেতন করছেন।
ভ্রমণে অংশ নেওয়া তরুণেরা হলেন শরীয়তপুরের জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান, শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী অরূপ ঢঙ্গি এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থী হানিফ ব্যাপারী। তাঁদের মধ্যে মশিউরের বাড়ি সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় এবং অরূপ ও হানিফের বাড়ি জাজিরার দক্ষিণ বাইকশা এলাকায়। তাঁরা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা ভ্রমণ করবেন।
শরীয়তপুর জেলা রোভার স্কাউটের কর্মকর্তারা জানান, ওই তিন তরুণ প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) পুরস্কার পেতে হেঁটে বিভিন্ন জেলা ভ্রমণে বেড়িয়েছেন। বুধবার সকালে তাঁরা যাত্রা করেন। ওই দিন রাতে তাঁরা মাদারীপুরের শিবচরে ছিলেন। গত বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গায় ও শুক্রবার রাতে ফরিদপুর জেলা শহরে থেকে শনিবার সকাল সাড়ে আটটায় তাঁরা রাজবাড়ীর দিকে হাঁটা শুরু করেন। তাঁরা রাজবাড়ীতে অবস্থানের পর রবিবার কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় গিয়ে ১৫০ কিলোমিটার রাস্তা হাঁটা শেষ করবেন। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হাঁটার সময় ঠিক করেছেন ওই তরুণেরা।
পায়ে হেঁটে ভ্রমণের সময় সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করেন তারা।
দলের সদস্য হানিফ ব্যাপারী মুঠোফোনে বলেন, চলার পথে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তাঁরা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন। বিভিন্ন হাটবাজারে মানুষকে মাদক পরিহার, বৃক্ষরোপণ ও বিদ্যুতের অপচয় রোধে সচেতন করছেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্থানে রাত্রি যাপন করেছেন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্কাউটের কর্মকর্তা ও শিক্ষকদের সাথেও মতবিনিময় করেছেন।
দলনেতা মশিউর রহমান বলেন, ‘আমাদের ভ্রমণের উদ্দেশ্য প্রকৃতি পর্যবেক্ষণ, ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শন সম্পর্কে ধারণা নেওয়া এবং জ্ঞানার্জন করা। এ ছাড়া আছে শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা, দেশ ও দেশের পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করা এবং একজন রোভার হিসেবে প্রেসিডেন্ট রোভার স্কাউট পুরস্কারের শর্ত পূরণ করা।’
শরীয়তপুর জেলা রোভার স্কাউটের সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, শরীয়তপুর থেকে এই প্রথম রোভার স্কাউটের তিন সদস্য হেঁটে বিভিন্ন জেলা ভ্রমণে বেড়িয়েছেন। জেলা স্কাউটস তাঁদের নিয়ে গর্বিত। তাঁরা প্রেসিডেন্ট রোভার স্কাউট পুরস্কারের শর্ত পূরণের জন্য কর্মসূচিতে অংশ নেন, পাশাপাশি সুনাগরিক হিসেবে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করছেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।