বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত

শরীয়তপুরে প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে সেমিনারে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো-ডেভেলপমন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩ বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য।
এসময় শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সামিনা ইয়াসমিনসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা প্রতিবন্ধীদের অধিকার ও তাদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।