বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি। ছবি-দৈনিক হুংকার।

বিভিন্ন আয়োজনের মাঝদিয়ে শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনী সেবার দ্বারা উন্মোচন” এ প্রতিপাদ্যাকে সামনে রেখে জেলার লিগ্যাল এইড কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় আইনগত সাহয়তা দিবস উদযাপিত হয়।
শুক্রবার (২৮ এপ্রিল) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনের মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এরপূর্বে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সালেহুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ তারিখ, অতিরিক্ত জেলা প্রশাসক সামসুর নাহার, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, শরীয়তপুর জেলা জজ কোটের পিপি মীর্জা হজরত আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ, আইনজীবী সমিতির সদস্য ও অন্যান্য ব্যক্তিবর্গ। সহকারি জজ মোঃ সালাহ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বার্ষিক প্রতিবেদন ও বিবরনী পাঠ করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ মোঃ খালেদ মিয়া।
পুলিশ সুপার মোঃ সাইফুল হক বলেন, “মুজিব আমাদের আদর্শ অনুপ্রেরণা শক্তি সাহসের নাম। জাতির পিতা সাথে করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই দিয়ে তিনি করে গেলে দান।”
সভাপতির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, লিগ্যাল এইড সেবা সবার জন্য উন্মুক্ত করেছেন সরকার। দেশের দরিদ্র অসচ্ছল নাগরীকদের আদলতের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করতে জাতীয় আইনগত সহায়তা আইন ২০০০ প্রণয়ন করা হয়েছে। এখন সরকারি খরচে সহায় সম্বলহীন মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় আদালতের আশ্রয় নিতে পারছেন।
এছাড়া বিকল্প উপায়ে আপোষযোগ্য বিরোধ মিমাংশায় জেলা লিগ্যাল এইড অফিসের তথ্য ও পরামশ্য পেয়ে থাকেন। এ বিষয়টি সাধারণ মানুষের মাঝে যত প্রচার হবে, সাধারণ মানুষ তত উপকৃত হবে। এ জন্য সবাইকে তিনি নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।