
গোসাইরহাটের নাগের পাড়া বাজারের ইজারার জামানতের টাকা নিয়ে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে শরীয়তপুর সদর হাসাপালে ভর্তি করা হয়েছে। এঘটনায় গোসাইরহাট থানায় উভয় পক্ষ অভিযোগ দাখিল করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
জানাগেছে গত বছর নাগের পাড়া বাজারের ইজারাদার ছিলেন বাজার কমিটির সভাপতি বেলায়েত তালুকদার ও ইউনিয়ন যুবলীগ সম্পাদক মেম্বার সুমন সিকদার। সেই সময় সুমন সিকদার জামানতের ৩৭ হাজার টাকা প্রদান করে। তাদের মেয়াদকাল শেষ হলে বেলায়েত মুন্সী সেই টাকা তুলে নিয়ে আসে। সুমন সিকদার জামানতের টাকা ফেরৎ চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। পরে মেম্বারের লোকজন এসে যুবলীগের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন রাড়ী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক রাসেল ঢালী, মুক্তিযোদ্ধার সন্তান ইমরান ঢালী, ব্যবসায়ী আলাউদ্দিন রাড়ী, আবজাল সরদার ও সোহাগ রাড়ীকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অপর দিকে সুমন মেম্বারও আহত হয়েছে বলে জানা গেছে।
বর্তমান ইজারাদার এনায়েত করিম মিলু বলেন, যারা এখন বাজারে কর্তৃত্ব করে তাদের নির্ধারিত কোন পেশা নেই তবুও তারা বড় বড় বাড়ি করছে। অবৈধ পথে তারা অর্থ উপার্জন করে। তারা আমার কাছে চাদা দাবী করে। চাদা না দেওয়ায় আমার লোকজনদেরকে মারধর করেছে। ২৬ বছর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, শিক্ষক ও চেয়ারম্যান ছিলাম। এমন রাজনীতিতো আশা করিনি। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ইজারার জামানতের টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। মেম্বার সুমন আমার কাছে বিচার নিয়ে এসেছিল। এরমধ্যেই তাদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। এমপি মহোদয়ের নির্দেশে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন সিকদার বলেন, ঘটনাপরবর্তী সেখানে যাই। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।