বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

এবার সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: পুলিশ সুপার

ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষে পদ্মা সেতু দক্ষিন থানা এলাকা পরিদর্শণ করছেন পুলিশ সুপার মো: সাইফুল হক। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ সাইফুল হক জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও পদ্মা সেতুর দক্ষিণ পাড় যানজট মুক্ত রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ ।
এ উপলক্ষে বৃহস্পতিবার পুলিশ সুপার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা পরিদর্শন ও স্থানীয় পরিবহন শ্রমিক ও মালিকদের সাথে কথা বলেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা থাকবে জানিয়ে পুলিশ সুপার বলেন, বাসের ছাদে যাত্রীদের ভ্রমণের বিষয়ে বিরত রাখতে হবে।
তিনি বলেন, আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করি। পুলিশ সুপার আরো বলেন, ঈদযাত্রার জন্য প্রতিবছর পুলিশ যে ব্যবস্থা করে থাকে এবারও তা গ্রহণ করা হয়েছে। যখন সারা দেশে অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মা সেতু ছিল না, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতেন। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রার যানজট থেকে স্বস্তি মিলেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।
ঈদের আগে একদিন যে ছুটি ঘোষণা করেছে সরকার-এতে করে এবার ঈদযাত্রার চাপটা কিছুটা হলেও কমবে বলেও মনে করেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপারের সাথে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল, অফিসার ইনচার্জ জাজিরা থানা, অফিসার ইনচার্জ পদ্মা সেতু দক্ষিণ থানাসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।