বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ

শরীয়তপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করছেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। ছবি-দৈনিক হুংকার।

ঈদকে সামনে রেখে শরীয়তপুরে ৩শ’ দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেছে মানবতার সেবায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি ও জীবন ক্লাব শরীয়তপুর। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা সদরের পালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
এসময় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব শরীয়তপুর শাখার সম্মানিত উপদেষ্টা ভাষা সৈনিক জালাল উদ্দিন আহমেদ, মো: মিজানুর রহমান চৌধুরী, আব্দুস সোবহান বাবুল, মোহাম্মদ এমরান সরদার, মোহসেন উদ্দিন, এ্যাড. রাশিদা বেগম ও মো: শাহজালাল মিয়া উপস্থিত ছিলেন।
উপহারের খাদ্য সহায়তা সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য ৬ কেজি চাল, দেড় কেজি মসুর ডাল ও ১ লিটার সয়াবিন তৈল। দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির এই সময়ে খাদ্য সহায়তা কম আয়ের পরিবারের ঈদকে আরও আনন্দময় করবে বলে বলছেন উপকারভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।