বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে বাংলা বর্ষবরণ উদযাপন

শরীয়তপুরে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সকাল ৯:২০ মিনিটে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম চত্বরে বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এই সময় পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বর্ষবরণ উপলক্ষে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙ্গালি খাবার এবং ইফতারের আয়োজন করা হয়েছে। এছাড়াও সরকারী শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙ্গালি সাংস্কৃতিক অনুষ্ঠান, ডা. গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশু একাডেমীতে চিত্রাঙ্কন, আবৃত্তি ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।