বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

রুদ্রকরে ভিজিএফ চাল বিতরণ

রুদ্রকরে ভিজিএফ চাল বিতরণ করছেন চেয়ারম্যান সিরাজুল ইসলাম। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে ভিজিএল এর চাল সফল ভাবে বিতরণ সম্পন্ন হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে এই চাল বিতরণ কাজ শুরু হয়। এবার ১ হাজার ২০০ পরিবার এই চাল পেয়েছে।
রুদ্রকর ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আজ ইউনিয়নের ১ হাজার ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হল।
এই সময় রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, ট্যাগ অফিসার মো. মহন মিয়া, সচিব রাবিক হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান চাল বিতরণ কালে বলেন, গরীব অসহায় পরিবারের ঈদ উৎসব উদযাপনের জন্য সরকার সারাদেশে এই কর্মসূচী চালু করেছে। এই কর্মসূচির আওতায় ১ হাজার ২০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হল। এর পাশাপাশি ভিজিডি, টিসিবি পণ্য ও ন্যায্যমূল্যের চাল দেওয়া হয়। এতে সাধারণ মানুষের খাদ্য সংকট লাঘব হবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।