বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

গোসাইরহাটে ভূমিহীন-গৃহহীন ৪৪ পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর

গোসাইরহাটে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করছেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুন নাহার। ছবি-দৈনিক হুংকার।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ৪৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের উপকারভোগী পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তরের মাধ্যমে দেশের ৭টি জেলার ১৫৯টি উপজেলা সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীন মুক্ত হচ্ছে।
বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুন নাহার।
আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে অধিকতর টেকসই ও জলবায়ু সহিষ্ণু করে গড়ে তুলতে ঘরগুলোর নকশা পরিবর্তন করা হয়। এতে ঘরগুলোর নির্মাণ খরচ বেড়ে যায়। আর এ জন্যই এখন গৃহ ও ভূমিহীন মানুষ দুই শতাংশ জমির ওপর আরও উন্নতমানের টিনশেডের আধা পাকা ঘর পাবে। ঘরগুলোকে অধিকতর টেকসই করে গড়ে তোলায় প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ২ লাখ ৮৪ হাজার ৫শ টাকা। পাথর ও রিইনফোর্স কংক্রিট কলাম (আরসিসি) পিলার ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সহকারি কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন, যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু সৈয়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলামসহ সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক শামসুন নাহার বলেন, শুধু ঘর নয়, ঘরের সাথে প্রত্যেকের স্বপ্নও জড়িত আছে। এটা আপাদের স্বপ্নের ঠিকানা। ইতঃপূর্বে কেউ এভাবে স্বপ্ন দেখিয়ে বাস্তবায়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছে। এটা আপনারা যত্ন করে রাখবেন। ঝগড়া বিবাদ না করে সকলে মিলেমিশে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষকে উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন। দেশের চেহারা এখন পাল্টে গেছে। উন্নয়নের স্বপ্ন সব সময়ই থাকবে। স্বপ্ন নিয়েই মানুষকে তার লক্ষে পৌঁছাতে হয়।
ইউএনও কাফি বিন কবির বলেন, ২ শতক জমির উপর দুই কামড়া বিশিষ্ট রান্না ঘর, বারান্দা ও টয়লেট সহ টিনসেড পাকাঘর হস্তান্তর করা হয়েছে। প্রতি ৪৪টি পরিবারের জন্য টিউবওয়েল বসানো হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নারীর ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলোতে এই আবাসন প্রকল্প ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রেখেছে। বিদ্যুত, মসজিদ, গোরস্থান, পুকুর ও রাস্তাঘাটও তৈরি করা হচ্ছে। শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।