বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে গোসাইরহাট ইউএনওর প্রেস ব্রিফিং

গোসাইরহাটে প্রেস ব্রিফিংএ বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির। ছবি-দৈনিক হুংকার।

সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের নির্মিত ঘর উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে হস্তান্তর বিষয়ে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা নির্বাহী অফিসার।
সোমবার (২০ জুলাই) বিকাল ৪ টায় সময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির।
মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২২ মার্চ বুধবার ৪র্থ পর্যায়ের সারা দেশে ২ হাজার ৯৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে শরীয়তপুর জেলায় ১৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে এবং গোসাইরহাট উপজেলায় ৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে।
এসময় ইউএনও বলেন, বাংলাদেশে একজনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার কাজ চলমান আছে। তার ধারাবাহিকতায় ৪র্থ পর্যায়ে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ০৮টি, ইদিলপুর ০৮টি, কোদালপুর ২১টি, কুচাইপট্টি ০৭টি সহ মোট ৪৪ টি পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হবে। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের মাঝে এ ঘরের চাবি তুলে দিবেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি, কে এম সাইফুল্লাহ কাওসার, দৈনিক যায়যায়দিন পত্রিকার গোসাইরহাট উপজেলা প্রতিনিধি এস এম নাজমুল হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি নয়ন দাস, ৭১ টিভির প্রতিনিধি শামিম ও সাংবাদিক রফিকুল ইসলামসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।