বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

গোসাইরহাটে সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোসাইরহাটে সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন উপজেলা প্রশাসন। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ ভবন ভেঙ্গে দিয়েছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।
সরেজমিনে দেখা যায়, গোসাইরহাট উপজেলার পৌরসভার মধ্যে মোহনের ব্রিজের পাশ থেকে মহেশ্বর পট্টি অজয় মাষ্টারের বাড়ীর ব্রিজ পর্যন্ত বয়ে যাওয়া সরকারি খালের উপর অবৈধভাবে রাস্তা ও আধাপাকা ঘর নির্মাণ করেন এলাকাবাসী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের ১৩ বি-৯/২১-২২ উচ্ছেদ মোকদ্দমায় ৫০ নং মৌজার ০১ নং খাস খতিয়নের ৫৯২, ৮৪৭, ও ৮৮৯ জমির দাগের ভূমি খাল হিসেবে সরকারি নথিভুক্ত আছে। খালের এক পাশে গোসাইরহাট- হাটুরিয়া সড়ক থাকায় পার্শ্ববর্তী জমির মালিকগণ সরকারি খালের অংশ ভরাট করে স্থায়ীভাবে বসতঘর নির্মাণ করে দখল করে আছে।
এতে করে গোসাইরহাট সদরের দাসের জঙ্গল বাজারের আশপাশ এলাকা জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, এটি একটি প্রবাহমান খাল ছিল প্রভাবশালীরা খালের অংশ দখল করে তাদের ঘরবাড়ি, বসতবাড়ি নির্মাণ করে। উচ্ছেদ অভিযান কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে সরেজমিনে পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) মামলার পরিপ্রেক্ষিতে গত বছরে জেলা প্রশাসকের এসএ শাখা থেকে দখলদার স্থাপনা সরিয়ে নিতে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর প্রায় ৬ মাস অতিবাহিত হলেও কোন স্থাপনা সরানো হয়নি।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, সরকারি খালে স্থাপনা নির্মাণের ফলে এলাকার পানি নিষ্কাশন বন্ধ হওয়াসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। যে কারণে রাস্তা ও আধাপাকা ঘর উচ্ছেদ করা হয়েছে। নিজ উদ্যোগে অপসারণ না করা হলে এগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন তিনি।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির বলেন, জনগণের স্বার্থে অবৈধ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।