বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ

ফুটবল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। ছবি-দৈনিক হুংকার।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২-২০২৩ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজ মাঠে ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজ অধ্যক্ষ কবিরাজ আঃ খালেক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক, ফুটবল প্রশিক্ষক সুভাষ চন্দ্র দাসসহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সনদ করা প্রদান হয়। এ প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।