শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শরীয়তপুরে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ তালুত এর সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য ও মার্কেটিং কর্মকর্তারা কাজ করে যাবেন। পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাবেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেছেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রব্যমূল্য বাড়তে পারে ভেবে কেউ অতিরিক্ত পণ্য ক্রয় না করলে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করতে পারবে না। তিনি বাজার নিয়ন্ত্রনকারী ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য ও মার্কেটিং অফিসারদের মনিটরিং বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
এই সময় অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ হাসান জন, ব্যবসায়ী নেতা আব্দুস সালাম বেপারী সহ খাদ্য উৎপাদনকারী ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুজন কাজী।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।