শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

শরীয়তপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান এর হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ১৩ মার্চ সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা শিক্ষক সমিতি। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক নেতৃবৃন্দ।
লিখিত স্মারকিলিপিতে উল্লেখ করেছেন, ১৯২১ সালে গঠিত ঔপনিবেশিত শিক্ষা পদ্ধতি পরিবর্তণ করে জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নের দাবী করেছেন। তাদের দাবী বাস্তবায়িত হলে সরকার ঘোষিত দেশের উন্নয়ন ও অগ্রগতির বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অঙ্গীকারাবদ্ধ থাকবে শিক্ষক সমিতি। শিক্ষকরা সমাজের বিবেক তাই তাদের মর্যাদা সর্বোচ্চ। জাতীয় বেতন স্কেল-২০১৫ বাস্তবায়িত হলে শিক্ষকদের সম্মান রক্ষা হবে। উৎসব ভাতা, বাড়ি ভাড়াসহ সকল ভাতাদি সম্মানজনক ভাবে পাওয়ার দাবীও বেসরকারী শিক্ষক সমাজের। এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বদলীর ব্যবস্থা থাকা দরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকুরির বয়স সীমা ৬৫ হলেও বেসরকারী শিক্ষকদের বেলায় তার কোন পরিবর্তণ হয়নি।
সমাবেশ থেকে শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামাল ও সাধারণ সম্পাদক শেখ নুরুল আমিন রতনসহ শিক্ষক নেতারা বক্তব্যে বলেন, সকলের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সমান সুযোগ সৃষ্টি, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা এবং শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণ শিক্ষক সমাজের যৌক্তিক দাবী।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।