শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

শরীয়তপুর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে সোমবার (৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপসচিব) শামীম হোসেন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ তালুত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফ উদ্দিন গিয়াস, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাড পারভেজ রহমান জন। জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীজন।
সভার শুরুতে সভাপতি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান তার স্বাগত বক্তব্যে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন তিনি।
জাতীয় শিশু দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বেলা ১১টায় আলোচনা সভা। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও রাতে ১ মিনিট ব্ল্যাক আউট।
এছাড়াও সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২ দিনব্যাপী উৎযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ স্কুল-কলেজের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮টায় শিশু সমাবেশ, স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও শরীরচর্চা প্রদর্শনী। সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।