শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

বঙ্গবন্ধু সকল প্রজন্মের কাছেই অনুকরণীয়-অনুসরণীয়:পানি সম্পদ উপমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় কংস নারায়ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে “বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়াচীন” বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ছবি-দৈনিক হুংকার।

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল প্রজন্মের কাছেই অনুকরণীয়-অনুসরণীয় বিশ্বনেতা। তিনি লড়াই, সংগ্রাম ও আদর্শের প্রতীক। বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ৭ মার্চের ভাষণ আজও তরুণ প্রজন্মকে নতুন করে ভাবতে শেখায়। বঙ্গবন্ধু একটি রাজনৈতিক দলকে তিলে তিলে গড়ে তুলে সেই রাজনৈতিক দলের নেতৃত্বে একটি দেশকে স্বাধীন করেছিলেন। সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার (৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের কংস নারায়ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে “বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়াচীন” বই বিতরণ এবং বঙ্গবন্ধু চত্ত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন তিনি।
শামীম বলেন, বাংলাদেশের নামও তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। তিনি ছাত্রলীগকে দিয়ে আগেই পতাকা উড়িয়েছিলেন সবুজের বুকে লাল। রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সংগীত করার বিষয়ে আগেই ঠিক করে রেখেছিলেন।
উপমন্ত্রী শামীম বলেন, কোনও মেজরের হুইসেলে এ দেশ স্বাধীন হয়নি। দেশের ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি। তারাই ইতিহাসের খলনায়ক জিয়াউর রহমানকে বারবার ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা ম্লোগানকে বিএনপি নিষিদ্ধ করে দেয়, বন্ধ করে দেয় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। গণমাধ্যম থেকে পাঠ্যপুস্তক পর্যন্ত সব জায়গা থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপপ্রয়াস চালানো হয়। তার পদাঙ্ক অনুসরণ করে জিয়ার পর খালেদা জিয়াও যুদ্ধাপরাধীদের এমপি-মন্ত্রী করেছেন।
তিনি আরও বলেন, ৭১ ও ৭৫’র পরাজিত শক্তিদের দোষর বিএনপি ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিভাবে বাংলাদেশকে আবারও পাকিস্তান বানানো যায়, কিভাবে ক্ষমতায় এসে দেশের সম্পদ লুটপাট করা যায়, বিদেশে অর্থ পাচার করা যায়। তাই তারা আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, যতই ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না। এদেশের মানুষ একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। তাই এদেশের জনগণ উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির ধারা অব্যহত রাখতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ইউজিসির পরিচালক ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাদির আল রহমান।
এর আগে উপমন্ত্রী এনামুল হক শামীম বাঞ্ছারামপুরের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।