
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৫ ফেব্রুয়ারী শনিবার। এই নির্বাচনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করে। আইনজীবী সমিতির ২৫১ জন ভোটারের মধ্যে ২৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মো. আবু সাঈদ ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. হানিফ মিয়া পেয়েছেন ৬৮ ভোট। মো. জাহাঙ্গীর আলম কাশেম ৩০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
সাধারণ সম্পদক পদে মো. তাজুল ইসলাম ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আজিজুর রহমান রোকন পেয়েছেন ১১৩ ভোট।
২ ভোটের ব্যবধানে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামরুল হাসান। তিনি পেয়েছেন ১১৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ছায়েদুর রহমান ছাইদ পেয়েছেন ১১১ ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান রোমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মৃধা নজরুল কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামাল ভূঁইয়া পেয়েছেন ৯৮ ভোট। ১২৩ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবুল কাশেম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মিজানুর রহমান পেয়েছেন ১১৭ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংস্কৃতিক সম্পাদক আসিফ হোসেন সেজান ও লাইব্রেরী সম্পাদক মইনুল ইসলাম অদুদ নির্বাচিত হয়েছেন। অডিট সম্পাদক মো. জসিম উদ্দিন ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনামুল হক এনাম পেয়েছেন ৭০ ভোট।
নির্বাচিত সদস্য আতাউর রহমান ১৬৩, ড. আমিনুল ইসলাম ১৬১, আবুল কাশেম ফজুলল হক ১৫১, আলমগীর হোসেন হাওলাদার ১৪৬ ও মো. শহিদুল ইসলাম সজিব ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মো. আসাদুল ইসলাম ১৪৪ ও মো. মাসুদুর রহমান ৮৫ ভোট পেয়ে সদস্য পদে পরাজিত হয়েছেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।