শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভাষা সৈনিক ডা. গোলাম মাওলার উত্তসূরি ডা. গোলাম ফারুক পেলেন গুণীজন সম্মাননা পদক

ভাষা সৈনিক ডা. গোলাম মাওলার উত্তসূরি ডা. গোলাম ফারুক এর হাতে গুণীজন পদক তুলে দিচ্ছেন পুনাকের সভাপতি মোহছেনা হক। ছবি-দৈনিক হুংকার।

৫২’র ভাষা আন্দোলনের অগ্রনায়ক ভাষা সৈনিক ডা. গোলাম মাওলার উত্তসূরি ডা. গোলাম ফারুককে গুণীজন পদক প্রদান করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) শরীয়তপুর পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) পুলিশ লাইন্সে গুণীজন সম্মাননার আয়োজন করেন। পুনাকের সভাপতি মোহছেনা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর দাস, তানভীর হায়দার শাওন. পুনাকের সম্পাদক ডা. আফসানা আক্তার চৌধুনীসহ পুলিশ ও নারী পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার নামে শরীয়তপুরে সরকারি গ্রন্থাগার, সেতুসহ বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়েছে। এছাড়াও রাজধানীর ধানমন্ডি-১ সড়কের নামকরণ করা হয়েছে এই বীর ভাষা সৈনিকের নামে। তিনি ২০১০ সালে মননোত্তর একুশে পদকে ভূষিত হয়েছেন। ১৯৬৭ সালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।