
“ভিটামিন-এ খাওয়ান, শিশু ঝুঁকি কমান” এ শ্লোগানে শরীয়তপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় শরীয়তপুর সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং স্বাগত বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরান, জেলা ইপিআই সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক।
প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরের সাহায্যে উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাইফুর রহমান। এ সময় শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ তানভীর হোসেন, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মাহাবুবার রহমানসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শরীয়তপুর জেলায় ০৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১৯ হাজার ৭৮২ জন, ৬-১১ মাস বয়সী প্রতিবন্ধি শিশুর লক্ষ্যমাত্রা ৫০ জন, ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৪৩ হাজার ৬৮৮ জন, ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধি শিশুর লক্ষ্যমাত্রা ২৭৮ জন। মোট ১ লক্ষ ৬৩ হাজার ১৬২ জন। মোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬১৯ টি। সরকারি ৩৮৬ জন কর্মকর্তা কর্মচারীসহ ৩ হাজার ২৫৬ জন স্বেচ্ছাসেবক এ ক্যাম্পেইনে অংশ গ্রহণ করবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।