শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

সময় টিভির বার্তাপ্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

সময় টিভির বার্তাপ্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শরীয়তপুরে মানববন্ধন। ছবি-দৈনিক হুংকার।

সময় টিভির বার্তাপ্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির বিরুদ্ধে শরীয়তপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শরীয়তপুর প্রেসক্লাব, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় চ্যানেল আই প্রতিনিধি এসএম মজিবুর রহমান, শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক মানবজমিন প্রতিনিধি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, এটিএন বাংলা, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক, বাংলাভিশন টিভির প্রতিনিধি শহিদুজ্জামান খান, সহ-সভাপতি মোহনা টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান, সময় টেলিভিশনের প্রতিনিধি বিএম ইশ্রাফিল, চ্যানেল-২৪ প্রতিনিধি নুরুল আমিন রবিন, শরীয়তপুর জার্নাল সম্পাদক অ্যাডভোকেট মো. মুরাদ হোসেন মুন্সী, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো. ছগির হোসেন, সাধারণ সম্পাদক ডিবিসির প্রতিনিধি রাজিব হোসেন রাজন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি এসএম শাকিল, ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. ফারুক মোল্লা, ঢাকা পোস্ট এর শরীয়তপুর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, কালবেলা জেলা প্রতিনিধি মিরাজ সিকদার সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২২ সালের ৮ আগস্ট ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে সময় টিভিতে খবর প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।