
শরীয়তপুর পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এক ভিন্নধর্মী ফ্রি মেডিকেল চেকআপ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রæয়ারী দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ২ শতাধিক গরীব অসহায় ও দুস্থ নারী-পুরুদের মেডিকেল চেকআপ পরবর্তী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। একই সাথে উপস্থিত প্রত্যেক নারী ও পুরুষদের মাঝে শীতবস্ত্র ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র, স্বাস্থ্য সেবা, ঔষধ ও খাবার পেয়ে আনন্দিত ছিল সুবিধাভোগীরা। সফল ভাবে কার্যক্রম শেষ করতে পেরে তৃপ্তি ছিল আয়োজকদের মাঝেও। পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের নারী ও পুরুষ সদস্যগণ সেবাদানে সহযোগিতা করেছেন। পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম ও পুনাকের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আফসানা আক্তার চৌধুরী চিকিৎসা সেবা প্রদান করেন।
তারা জানিয়েছেন, বেশীরভাগ বয়স্ক নারী-পুরুষ সেবা নিতে এসেছে। তাদের রক্তচাপ, ব্যাথা সহ বিভিন্ন সমস্যা দেখা গেছে। আজকে ফ্রিতে যে সেবা দেয়া হয়েছে তা অনেকটা উপকারে আসবে। তাছাড়া যে পেসক্রিপশণ দেওয়া হয়েছে তা ভবিষ্যতে কাজে লাগবে। স্থায়ীভাবে ফ্রিতে চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনাও রয়েছে তাদের।
পুনাকের সভাপতি মোহছেনা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরে পুলিশ সুপার মো. সাইফুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন ও ভাস্কর দাস। এই সময় পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুনাকের সভাপতি মোহছেনা হক বলেছেন, পুনাকের কেন্দ্রীয় অনেক সভা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি। সেখানকার অনেক কার্যক্রম তার ভালো লেগেছিল। তখন থেকে তিনি মনে ধারণ করেছিলেন সুযোগ পেলে তিনিও কেন্দ্রীয় কমিটির আদলে শরীয়তপুরে কাজ করবেন। এবার স্বল্প পরিসরে হলেও তিনি তার মনোবাসনা পুরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।