
শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রæয়ারী) শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তালুদ এর সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফ উদ্দিন গিয়াস, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সামসুর নাহার।
এ সময় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, একুশে ফেব্রæয়ারী আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র রক্ষাসহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রæয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হলে আমাদের সেই চেতনাই বিশ্বে প্রসারিত হয়। জাতিসংঘের ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, এ দিবস ‘১৯৫২ সালের একুশে ফেব্রæয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি’।
বর্তমান ও তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ও সময়-উপযোগী উদ্যোগ গ্রহণের ফলে আমাদের এ সাফল্য অর্জিত হয়েছে। আমাদের শোক ও শক্তির এ দিবসটি এবারও যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।