
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধে যাদের সবচেয়ে ও গুরুত্বপুর্ণ ভ‚মিকা পালনের কথা তাদের চেয়ে বেশী ভ‚মিকা পালন করে জেলার কর্মরত সাংবাদিকগণ। তিনি বুধবার শরীয়তপুর সার্কিট হাউস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংগঠন প্লান বাংলাদেশের সহায়তায়, ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় সাংবাদিকদের দিনব্যাপি ওরিয়েন্টেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মূলপ্রবন্ধ ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ কবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল, জেলা ওসিসির প্রোগ্রাম অফিসার মোঃ শাহ্জালাল। কর্মশালায় জেলায় কর্মরত ২০ সাংবাদিক অংশ গ্রহণ করে বলে জানা গেছে।
বাল্যববিাহ প্রতিরোধ ও সাধারণ মানুষদের মাঝে সচতেনতা সৃষ্টির লক্ষ্যে বাল্যববিাহ প্রতিরোধে গেøাবাল এফেয়ার্স অব কানাডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদশে’র সহযোগতিায় ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক ওরয়িন্টেশেনে ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক” ওরিয়েন্টেশেন দেয়া হয়।
জেলা প্রশাসক আরো বলেন, ধূয়া দেখেই আগুন লাগার পূর্বে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। কারণ বাল্যবিবাহ সম্পন্ন হওয়ার আগেই প্রতিরোধ করলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র লাভবান হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।