শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুর সমিতি ঢাকার বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত

শরীয়তপুর সমিতি ঢাকার বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শরীয়তপুর সমিতি ঢাকার বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী রাজধানী ঢাকার অদূরে মুন্সীগঞ্জ জেলার মোনার্ক হোটেল এন্ড রির্সোটে বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার জানান, সমিতির বনভোজন ও মিলন মেলা সফল করতে আমরা দায়িত্ব প্রাপ্তরা দিন রাত পরিশ্রম করেছি এবং আল্লাহর রহমতে অনুষ্ঠানটি ভালো ভাবে সমাপ্ত করতে পেরেছি এজন্য সকলকে ধন্যবাদ।
বনভোজন ও মিলন মেলায় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, বাংলাদেশ আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শামীম, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, এডভোকেট সুলতানা মাহামুদ শিমন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, শরীয়তপুর সমিতি ঢাকার সভাপতি আনিস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক আবুল বাশার, ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি সহ অন্যান্য অতিথিগণ।
বনভোজনের স্পটে প্রবেশ পথেই চোখে পড়ে বেশ কিছু ছবি সে ছবিতে তুলে ধরা হয়েছে শরীয়তপুর জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা।
সমিতির সহ-সভাপতি তরুণ বীমা ব্যক্তিত্ব বি এম শওকত আলী বলেন, এই মিলন মেলায় আমাদের অনেক সিনিয়র, জুনিয়র ভাই, সহকর্মী ও মুরুব্বিগণ এখানে এসেছেন। তাদের সাথে অনেক আনন্দে কিছু সময় কাটালাম। আশা করি সামনে বনভোজনে আরও সুন্দর এবং জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। মিলন মেলায় অনেক সদস্যই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ উপভোগ করেন এবং স্মৃতিচারণও করছেন। অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র। র‌্যাফের ড্র’র মাধ্যমে ভাগ্যবানরা পেয়েছেন নানা পুরষ্কার।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।