
“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এই প্রতিপাদ্যের মাঝ দিয়ে শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন বুধবার দুপুরে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: এসএম আব্দুল্লাহ আল মুরাদ এর সভাপতিত্বে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিভিল কার্যালয়ের রোগতত্ত্ব বিভাগের মেডিকেল অফিসার ডা: আব্দুর রশিদ। বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহাবুবার রহমান, কর্মশালায় স্বাস্থ্য বিভাগের ২৫ জন কর্মকর্তা অংশ গ্রহন করেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, সুস্থ্য থাকতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে। সেই সাথে ৩টি খাবার একদমই কম খেতে হবে সাদাভাত, লবন ও চিনি। ওজন বৃদ্ধি ও মোটা হয়ে যাওয়ার অন্যতম কারণ গুলো হচ্ছে এই তিনটি খাবার। এছাড়া জিনগত কারণেও মোটা হওয়ার সম্ভাবনা থাকে। হরমন সমস্যার জন্য অতিরিক্ত ওজন বৃদ্ধি বা ওবেসিটি দেখা দিতে পারে। কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও এ সমস্যা হতে পারে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।