
আগামী ১লা জুলাই হতে “সড়ক পরিবহন আইন-২০১৮” আইনটি সম্পূর্ন কার্যকর করার লক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন যানবাহনের মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় পুলিশ সুপারের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরে “সড়ক পরিবহন আইন-২০১৮” আইনটি আগামী ১লা জুলাই হতে সম্পূর্ন কার্যকরের লক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন যানবাহনের মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় পুলিশ সুপার বলেন, রেজিস্ট্রেশন ও ফিটনেস বিহীন কোন যানবাহন রাস্তায় চালানো যাবেনা। নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবেনা এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ী চালানো যাবেনা। সড়ক দূর্ঘটনা এড়াতে সকলকে সচেতন হতে হবে। এলোমেলো ভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করা যাবেনা এবং গণপরিবহনে প্রতিবন্ধী যাত্রীদের জন্য সুযোগ সুবিধা রাখতে হবে। চালক বা কন্ডাক্টর কর্তৃক যাত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো যাবেনা। সকলেই সরকারী আইন মেনে চলুন এবং সরকারী আইন বাস্তবায়নে পুলিশকে সহযোগিতা করুন।
এছাড়াও শরীয়তপুরে ভাড়ায় চালিত যত অটোচালক ও মোটরসাইকেল চালক রয়েছেন তাঁদের সকলের আলাদা পোশাকের কথা বলেন পুলিশ সুপার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভা মেয়র রফিকুল ইসলাম কোতয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার শাওন, পুলিশ পরির্দশক (যানবাহন) মোঃ জমাল হোসেন মীর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।