
শরীয়তপুর-ঢাকা সড়ক চারলেনে উন্নিত করার লক্ষে কাজ চলছে। সড়কের মাঝের বিদ্যুতের খুঁটি সরিয়ে না নেয়ায় নির্মাণ কাজ ব্যহত হচ্ছে। সড়কের মাঝে থাকা খুঁটি না সরিয়ে সেই খুঁটিতে নতুন করে তার স্থাপনে জনমনে নানা প্রশ্নের উদ্ভব হচ্ছে।
জানাগেছে, শরীয়তপুর-ঢাকা সড়কে শরীয়তপুর ফায়ার সর্ভিস থেকে পদ্মা সেতুর সংযোগ সড়ক পর্যন্ত তিনটি প্যাকেজের মাধ্যমে চারলেনে উন্নিত করার কাজ চলমান রয়েছে। নির্মাণাধীন এই সড়কে ফায়ার সার্ভিস থেকে প্রেমতলা পর্যন্ত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (অজোপাডিকো) এর ৩২টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সড়ক থেকে খুঁটি সরিয়ে নেওয়ার ব্যয় ৬৯ লাখ টাকা নির্ধারণ করে ২০১৮ সালে সড়ক বিভাগকে পত্র দিয়েছে অজোপাডিকো। সড়ক বিভাগ অজোপাডিকোকে অর্থ সরবরাহ করেছে চলতি বছরের সেপ্টেম্বরে। ইতোমধ্যে ব্যয় প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি ১ কোটি ৯ লাখ টাকায় পৌঁছেছে। বিভিন্ন জটিলতার কারণে সড়ক থেকে খুঁটি সরিয়ে নিতে কিছুটা বিলম্ব হয়েছে।
স্থানীয়রা জানায়, সড়কের মাঝ থেকে বিদ্যুতের খুঁটি না সরিয়ে নতুন করে তার স্থাপন করার বিষয়টি আমাদের ভাবিয়ে তুলছে। এখন খুঁটিতে তার লাগাতে অর্থ ব্যয় হবে। খুঁটি সরিয়ে নেয়ার সময় আবার খরচ করে তার খুলতে হবে। একই কাজে সরকারের অর্থ বারবার খরচ না করে খুঁটি সড়কের মাঝ থেকে সরিয়ে একবারে তার লাগাতে কর্তৃপক্ষকে অনুরোধ করব।
শরীয়তপুর সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমান বলেন, শরীয়তপুর-ঢাকা সড়কে তিনটি প্যাকেজের মাধ্যমে কাজ শুরু হয়েছে। ফায়ার সার্ভিস থেকে প্রেমতলা পর্যন্ত সড়কে আগামী জানুয়ারীর মাঝামাঝি সময়ে পিচ ঢালাই কাজ শুরু করা যাবে। সড়কের মাঝ থেকে বিদ্যুতের খুুঁটি সরিয়ে না নিলে কাজে বিলম্ব হতে পারে।
শরীয়তপুর অজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. কামাল উদ্দিন বলেন, সড়কের খুঁটি সরানো প্রকল্পের মাধ্যমে হয়ে থাকে। ফরিদপুর অঞ্চল বিষয়টি সরাসরি নিয়ন্ত্রণ করে। খুটি না সরিয়ে নতুন করে তার টানার বিষয়টি ফেসবুকে দেখি। সাথে সাথে তার টানা বন্ধ করে দেই। জানুয়ারীর ৯ তারিখে টেন্ডার ওপেন করা হবে। খুঁটি সরিয়ে নেওয়ার জন্য নতুন ঠিকাদার নিয়োগ করা হবে। বিদ্যুৎ বিভাগের জন্য যেন সড়ক বিভাগের কোন বিলম্ব না হয় সেদিকে খেয়াল রাখা হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।