
জেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। কর্মসূচীর মধ্যে ছির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন।
দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ নেতা বিজ্ঞ জিপি এ্যাড. আলমগীর হোসেন মুন্সীর সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভায় অংশ গ্রহন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এ্যাড. মির্জা হজরত আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু। এছাড়া জেলা আওয়ামীলীগ শহরের প্রেমতলা এলাকা হতে মনোহর বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অর্ধশতাধিক সুদৃশ্য তোড়ন তৈরি করেন।