
শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় শরীয়তপুরে নতুন করে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৩৩৪ জন। নতুন করে কোন সুস্থ্য কিংবা মৃত্যু ঘোষনা করা হয়নি। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ১৩৬ জন ও মৃত্যুবরণ করেছে ৫ জন।
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জেলায় নতুন ৯ জন রোগীর মধ্যে শরীয়তপুর পৌরসভায় ৭ জন, গোসাইরহাটের নাগেরপাড়ায় ৫ জন, ইদিলপুর ৪ জন, কোদালপুর ১জন, নলমুড়ি ১ জন, নড়িয়া পৌরসভায় ৩ জন, রাজনগর ১ জন, ভোজেশ্বর ১ জন, জাজিরা পৌরসভায় ১ জন, মুলনায় ১ জন, সেনেরচর ১ জন, ভেদরগঞ্জ পৌরসভা ১ জন, চরভাগায় ১ জন ও ডামুড্যা পৌরসভায় ২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত জেলায় ৪৩৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যারমধ্যে ৪০১৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১২ জন। সদর হাসপাতালে ৩ জন, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ভেদরগঞ্জে ৩ জন, ডামুড্যা ১ জন ও গোসাইরহাটে ১ জন।
উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যাগুলো হচ্ছে সদর উপজেলা ৮৯ জন, জাজিরায় ৫৬ জন, নড়িয়ায় ৫৫ জন, ভেদরগঞ্জে ৬০ জন, গোসাইরহাটে ৩৭ জন ও ডামুড্যায় ৩৭ জন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।