
শরীয়তপুরের নতুন করে চিকিৎসক পুলিশ সহ আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাড়ালো ২৭৩ জন। এছাড়া গত ১১ জুন ঢাকা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামের মৃত্যুবরনকারী নারীর করোনা পজেটিভ এসেছে।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ এ তথ্য জানান ।
তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় শরীয়তপুর সিভিল সার্জন (সিএস) অফিসের এক মেডিকেল অফিসার ও পালং মডেল থানার দুই পুলিশ সদস্যসহ ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সদর পৌরসভায় পাঁচজন, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে একজন, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে দুইজন, মূলনা ইউনিয়নে দুইজন, সেনেরচর ইউনিয়নে একজন, পালেরচর ইউনিয়নে একজন, জাজিরা পৌরসভা একজন, ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে দুইজন, রামভদ্রপুর ইউনিয়নে একজন, চরভাগা ইউনিয়নে একজন, মহিষার ইউনিয়নে একজন, ভেদরগঞ্জ পৌরসভা একজন, নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে একজন, ঘড়িসার ইউনিয়নে একজন ও নড়িয়া পৌরসভায় চারজন।
এছাড়া ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছে ১৬ জন। এর মধ্যে জাজিরা উপজেলায় ১০ জন ও ভেদরগঞ্জ উপজেলায় ৬জন। জেলায় মোট ২৭৩ জন করোনা আক্রান্তের মধ্যে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা নিয়ে ১২৫ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩ হাজার ৬৭১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন পাঁচজন। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন চারজন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।