
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়ায় মানববন্ধন পালিত হয়েছে।
শুক্রবার (২১ মে) বাদ জুমা উপজেলার ঐতিহ্যবাহী মুলফৎগঞ্জ মাদরাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় কয়েকশ ধর্মপ্রান মুসল্লী অংশ নিয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায়।
মুলফতগঞ্জ দারুস সালাম মসজিদের খতিব মাওলানা মাহমুদুর রহমান সালেহীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নড়িয়া পৌর মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনের ওপর, মুসলমানদের ওপর ইসরায়েলের হামলা এবারই প্রথম নয়, তারা যখনই সুযোগ পেয়েছে হামলা-গণহত্যা চালিয়েছে। এবার তারা এমন এক সময় গণহত্যা চালাচ্ছে, যখন সারা বিশ্ব করোনায় বিপর্যস্ত। ইসরায়েলের এই নারকীয় বর্বরোচিত গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ইসরায়েল নিঃসন্দেহে মানবতাবিরোধী অপরাধে অপরাধী। তাদের মানবতাবিরোধী কাজের প্রতি আমাদের তীব্র নিন্দা।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।