
দৈনিক হুংকার অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদপ্রকাশের পর শরীয়তপুরের নড়িয়ার সেই দিনমজুর রিকশা চালকের পাশে দাড়িয়েছেন স্থানীয় পৌর মেয়র এ্যাড. মো. আবুল কালাম আজাদ। শুক্রবার সকালে পৌর ভবনে সেই রিকশা চালককে ডেকে আনেন তিনি। এসময় তাকে নগদ অর্থ সহযোগীতা করেন এবং রিকশা মেরামতের দায়িত্ব নেন।
এর আগে গত বৃহস্পতিবার “রোজগারের একমাত্র সম্বল রিকশাটি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা” শিরোনামে হুংকার অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই সেই রিকশা চালকের পাশে দাড়ানোর আশ্বাস দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় এবং পৌর মেয়র আবুল কালাম আজাদ। এছাড়া নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর সেই রিকশা চালককে ডেকে এনে নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করান এবং রিকশা পোড়ানোর পেছনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
প্রসঙ্গত গত বুধবার রাতে নড়িয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড কলুকাটি গ্রামের দিনমজুর রিকশাচালক হারুন ব্যাপারীর রোজগারের একমাত্র সম্বল রিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দৃর্বৃত্তরা। সংসারের আয়-রোজগারের একমাত্র অবলম্বন রিকসাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে হারুন। পরে গনমাধ্যমে এ সংক্রান্ত সংবাদপ্রকাশ হলে বিষয়টি নজরে আসে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।