
শরীয়তপুরের নড়িয়ায় ৫১৩টি পরিবারের মাঝে ১৫কেজি করে জি আর চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে নড়িয়া পৌর ভবনে এ চাল বিতরণ করেন নড়িয়া পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ি।
এসময় পৌরসভার আওয়ামী লীগের সভাপতি শহীদুল সরদার, সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর জাফর শেখ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী ছৈয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, আজ ৫১৩টি পরিবারের মাঝে ১৫কেজি করে জি আর চাল বিতরণ করা হলো। এছাড়া সরকারি অর্থায়নে ১৪৯৬ দরিদ্র পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মাননীয় উপমন্ত্রী এনামুল হক শামীম এর সহযোগিতায় এবং আমাদের ব্যক্তিগত অর্থায়নে আরও ২৫শত পরিবারকে নগদ অর্থ ওখাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপমন্ত্রীর নিদের্শে আমরা সার্বক্ষনিক করোনা ভাইরাসে বিপর্যস্ত মানুষের পাশে আছি।