
শরীয়তপুরের নড়িয়া উপজেলা ঘড়িষার বাজারে জিএম প্লাজার ২য় তলায় আইএফআইসি ব্যাংক লিমিটেড এর ঘড়িষার উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের শরীয়তপুর শাখার ম্যানেজার সুকান্ত কুমার পাল এর সভাপতিত্বে ও শরীয়তপুর শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ হাফিজুল রহমান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গাজী মনির হোসেন, ঘড়িষার বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সামসুজ্জামান (কুদ্দুস), আওয়ামীলীগ নেতা কাঞ্চন মীর প্রমূখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘড়িষার বাজার জামে মসজিদ এর মোয়াজ্জেম হাফেজ মোঃ সাইদুর রহমান।