
“তারুন্নের জয়গান ক্রীড়ার শক্তিতে অনির্বাণ” স্লোগানকে সামনে রেখে নতুন বছর ২০২১ উপলক্ষে পন্ডিতসার ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারী) নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের মরহুম হাজী ছাবের আলী মাঝির বাড়ি সংলগ্ন মাঠে রাত ৮টায় এ টুর্নামেন্টের এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিকদার।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুজাফফর তপাদার, উজ্জল মীর মালত, মাসুম আকন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আগত দর্শনার্থীরা। ২০২১ সালকে স্বাগত জানিয়ে বিনোদন এর উদ্দেশ্যে এ টুর্নামেন্টের এর আয়োজন করেন আরিফ সিকদার, রানা লাকরিয়া, মিরাজ ঢালী সহ স্থানীয় যুবসমাজ।