
ইতালী প্রবাসী ও নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুর রহমান মুকুল সড়ক দুর্ঘটনায় মারাগেছে। ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর-নড়িয়া সড়কের ভোজেশ্বর বাসস্ট্যান্ড ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকুলকে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ সময় হুমায়ন শেখ নামে মোটরসাইকেল চালক আহত হয়েছে। আহত হুমায়নকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতের পরিবার, নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, জাহিদুর রহমান মুকুল গত বছরের নভেম্বরে ছুটিতে ইতালী থেকে দেশে আসেন। চলমান করোনা পরিস্থিতির কারণে তিনি আর ইতালীতে ফিরে যেতে পারেননি। বুধবার সকালে নিজ এলাকার হুমায়নের সাথে মোটর সাইকেল নিয়ে শরীয়তপুর পাসপোর্ট অফিসে যায় সে। কাজ শেষে নড়িয়া পৌরসভার শুভগ্রামের নিজ বাড়ী ফেরার পথে শরীয়তপুর-নড়িয়া সড়কের ভোজেশ্বর এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে একটি মাহেন্দ্র গাড়ী তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে মোটরসাইকেল মাহেন্দ্র গাড়ীর পিছনের চাক্কায় পিষ্ট হয়ে মুকুল মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন মুকুলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো: মিজানুর রহমান বলেন, আমরা ঘাতক মাহিন্দ্র গাড়িটি আটক করতে সক্ষম হয়েছি। পালিয়ে যাওয়া চালককেও আটক করার চেষ্টা অব্যাহত আছে। মরদেহ উদ্ধার কারে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।