শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ১ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ঘড়িষার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত উদ্বোধন

ঘড়িষার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করছেন অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় ঘড়িষার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত উদ্বোধন করেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন।
ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনেয়ার হোসেন বাদশা শেখ, ঘড়িষার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর হাওলাদার, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন ঘড়িষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ খোকন বেপারী, ১ নং ওয়ার্ড মেম্বার আঃ আজিজ মৃধা, ২ নং ওয়ার্ড মেম্বার মোবারক খা, ৩ নং ওয়ার্ড মেম্বার সাইফুল দেওয়ান, ৪ নং ওয়ার্ড মেম্বার রাজা মিয়া, ৬ নং ওয়ার্ড মেম্বার শফিক মাঝি, ৭ নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন দেওয়ান, ৮ নং ওয়ার্ডের মেম্বার সামছুল হাওলাদার ও ৯ নং ওয়ার্ডের মেম্বার ইসহাক মোল্লা, মহিলা মেম্বার নাসিমা বেগম, সাহানা বেগম, রাশিদা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম মামলার রায় প্রদান করেন ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব খান।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার হাসানুজ্জামান বলেন, সরকার মানুষের জীবনমানের উন্নয়নের জন্য ৫টি মৌলিক চাহিদা পুরনের পরে তাদের উন্নত জীবনের সুবিধা দিতে কাজ করে যাচ্ছে। জনগনের ন্যায় বিচার নিশ্চিতে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। এর ফলে দেশের প্রান্তিক জনগনের বিচার প্রাপ্তি সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।