
নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের বাধে ফাটল দেখা দিলে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এর নির্দেশে ভাঙ্গনরোধে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড নিয়মিত জিও ব্যাগ, জিওটিউব সিসি ও ব্লক ডাম্পিং কাজ করে যাচ্ছেন ।
জুলাই মাসের ১৬ তারিখে সুরেশ্বর দরবার শরীফের বাধের ৮৫০ মিটারের মধ্যে ১৩৮ মিটার বাঁধে হঠাৎ ফাটল দেখা দেয়।
তাৎক্ষনিক ভাবে পানি সম্পদ উপমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থল এসে পরিদর্শন করে দ্রুত বাঁধ রক্ষায় কাজের নির্দেশনা দেন। দরবার শরীফ রক্ষায় এ পর্যন্ত ২ লক্ষ ১১ হাজার জিও ব্যাগ, ১ হাজার ৩৬ টিজিও টিউব ব্যাগ ও ৫ হাজার সিসি ব্লক ডাম্পিং করা হয়েছে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, সুরেশ্বর দরবার শরীফ ৮৫০ মিটার বাঁধের ১৩৮ মিটার এলাকা ফাটল দেখা দিলে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি ও পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে আমরা ৩৬টি নৌযানের মাধ্যমে জিওব্যাগ ডাম্পিং এবং প্লে সিলিং এর মাধ্যমে ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছি। ভাঙ্গন রোধে আমরা এ পর্যন্ত প্রায় ২ লক্ষ ১১ হাজার জিও ব্যাগ, ১ হাজার ৩৬ টিজিও টিউব ব্যাগ ও ৫ হাজার সিসি ব্লক ডাম্পিং করা হয়েছে। আমাদের এ কাজ অব্যাহত আছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।