
বন্যা দুর্গত অসহায় মানুষের সাহায্যে নগদ অর্থ বিতরণ করেছেন পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুবর্গ।
শুক্রবার (২৮ অগাস্ট) শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক এর দক্ষিনপাড়া গ্রামে মাস্টার একে এম সাহাদাত উল্লাহ এর বাড়ির আঙ্গিনায় বাদ জুমা বন্যা দুর্গতদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
“বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসুন” এ শ্লোগান কে সামনে রেখে পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি পরিক্ষার্থীরা বন্যা দুর্গত অসহায় মানুষের সাহায্যের লক্ষে তাদের নিজস্ব তহবিল থেকে ২ শত পরিবারকে ২ লক্ষ টাকা বিতরণ করেছে।
তারা জানান আমরা ব্যাচ ৯৭ একটি পরিবার। আমরা চাই আমাদের মতো সবাই যারা বিত্তবান তারা করোনার মতো মহামারির পরে এখন বন্যায় খতিগ্রস্ত পরিবার গুলোর প্রতি যেন সহযোগিতার হাত বাড়ান।
অনুষ্ঠানে ব্যাচ ৯৭ মোহসীন খান এর উপস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যাচ ৯৭ এর একেএম ফরিদুজামান। উদ্বোধনী বক্তব্যের পরে উপস্থিত সকলেই তাদের মতামত প্রদান করেন।
অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন ব্যাচ ৯৭ এর উজল চন্দ্র, সুমন দত্ত, আমজাদ হোসেন, আবুল মাঝি, নুরুল ইসলাম ভূইয়া, মোতাহার হোসেন, লিটন খান, সোলিম ফকির, দুলাল হোসেন, নুর আলম হাঐকার, ইলিয়াস ভূইয়া, রিপন খান, মোঃ আলাউদ্দিন, রিপন তালুকদার, সেলিম তপাদার ও মোঃ খোকন ঢালী। এ বিতরণ কার্যক্রমে সার্বিক সহায়তা করেছেন লার্নিং পয়েন্টের প্রধান শিক্ষক জিএম ফরিদ (বিএসসি)।