
শরীয়তপুরের নড়িয়ার চামটা ইউনিয়নে কোভিট- ১৯ ও বন্যা দূর্গত ২০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আমেরিকান সোসাইটি। রবিবার সকাল ১১ টায় চামটা ইউনিয়ন পরিষদ মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মৃধা এ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন রাড়ি, কোর্ডিনেটর এডভাইজারী কাউন্সিল মেম্বার অব্ বিএএস ইলিয়াস এম শিকদার, কো-অর্ডিনেটর সাধারণ সম্পাদক পুরান দিনারা হাট বণিক সমিতি মোঃ শওকত শিকদার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাস এবং বন্যায় চামটা ইউনিয়নে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা আপাতত দুইশত পরিবার কে সহযোগিতা করছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো একে একে অসহায় দুঃস্থ পরিবারের পাশে সব সময় আর্থিক সহযোগিতা নিয়ে পাশে থাকার জন্য।
চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন রাড়ি বলেন, চামটা ইউনিয়নে এ দূর্যোগের সময় বাংলাদেশ আমেরিকান সোসাইটি গরীব অসহায় মানুষের পাশে এসে দাড়ানোর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমি বলবো আপনারা তাদের জন্য দোয়া করবেন। তারা যেন এভাবেই গরীব অসহায় মানুষের পাশে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
প্রধান অতিথি বলেন, এ করোনা ভাইরাস এবং বন্যায় আমরা আর্থিক ভাবে অনেক পিছিয়ে পড়েছি, এতে বেশি সমস্যায় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছি খেটে খাওয়া পরিবার গুলো। যারা দিন এনে দিন খায় তাদের কস্টের শেষ নেই। এ সময় বাংলাদেশ আমেরিকান সোসাইটি চামটা ইউনিয়ন পরিষদের গরীব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। আমি আশা করবো তারা এভাবেই গরীব অসহায় মানুষের পাশে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।