
বন্যায় প্লাবিত ও ঈদ উল আযহা উপলক্ষে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির সহযোগিতায় নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে চাউল বিতরন করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১২ টার সময় কেদারপুর ইউনিয়নের বন্যায় প্লাবিত ও পবিত্র ঈদউল আযহার ১৪৫৬ পরিবারের মাঝে ১০ কেজিকরে চাউল বিতরন করেন কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ ছানাউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান মোল্লা বিল্লাল ফকির সহ অন্যান্য সদস্যবৃন্দ।
হাফেজ ছানাউল্লাহ বলেন, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপির সহযোগিতায় কেদারপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ১৪শত ৫৬ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করি।