
বন্যায় পদ্মার পানি বিপদ সীমা অতিক্রম করায় নড়িয়া পৌরসভার সকল ওয়ার্ড বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি’র নির্দেশে অসহায় পানিবন্দি পৌরবাসীর পাশে দাঁড়িয়েছেন মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী।
২১ জুলাই মঙ্গলবার সকালে নড়িয়া পৌরসভার ৩, ৪ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকায় করে খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে পৌঁছে দেন মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম সরদার, ৩ নং ওয়ার্ড কাউন্সিল সাত্তার খলিফা, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ লতিফ বেপারী, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মল্লিক।
বন্যার পানিতে প্লাবিত মোঃ ইউসুফ খলিফা বলেন, হঠাৎ করে বন্যার পানি আসায় আমার বাড়ি-ঘর তলিয়ে যায়, বর্তমান মেয়র বাবু রাড়ী আমাদের বাড়িতে খাদ্য সামগ্রী দিয়ে যায়। এ মুহুর্তে আমার অনেক উপকার হয়েছে। তিনি আমাদের খোঁজ খবর নিচ্ছেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, আমাদের প্রিয় নেতা পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে নড়িয়া পৌরসভার প্রতিটি বাড়ি ঘুরে ঘুরে ত্রান বিতরণ করছি। পৌরসভার প্রায় ৪ হাজার পরিবার পানি বন্দি। এদের সকলের তালিকা তৈরী করছি।